কোনাবাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার অপারেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন খাঁন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরার কোম্পানি কমান্ডার খালেদ ইবনে মালেক ও ফারুক আহমেদ বিপিএম-এর নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতের মাদক দ্রব্য উদ্ধারের জন্য গাজীপুর জেলার কোনাবাড়ির জরুন এলাকায় এলাকায় অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী সামসুদ্দিন ওরফে সামসু (৪০) ও তার স্ত্রী হালিমা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের করে জয়দেবপুর থানায় সোর্পদ করা হয়েছে।
এই ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS