শ্রীপুরের মাওনা চৌরাস্তার গোধূলি আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসার অপরাধে ৪ খদ্দের সহ ৩ যৌন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শ্রীপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গোধুলী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও দেহ ব্যবসার অভিযোগে যৌনকর্মী লাভলী (২৪), শারমিন (২২), সোনিয়া (২৬) এবং খদ্দের নিজাম উদ্দিন (২৮), মাহবুব আলম (৩০), ইসমাইল (২৮) ও রুহুল আমিন (৩৫) কে গ্রেফতার করে। এসময় ওই হোটেলের ম্যানেজার রেজাউল সহ কর্মচারীরা হোটেলের জানালা দিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার এসআই জুবাইদুল হক বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা দায়ের করেন।
প্রসঙ্গত: মাওনা চৌরাস্তা গোধুলী আবাসিক হোটেলে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রায় ২ বছর ধরে ওই হোটেলের মালিক জনৈক মেহেদি হাসান স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে চিহ্নিত যৌনকর্মীদের এনে তার হোটেলে অবাধে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এদিকে গত দুই মাসে শ্রীপুর মডেল থানা পুলিশ ওই হোটেলে একাধিকবার অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরকে গ্রেফতার করার পর ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃতদের সাজা প্রদান করলেও রহস্যজনক কারণে একই হোটেলে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে হোটেল মালিক বহাল তবিয়তে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী হোটেলটি বন্ধের দাবী জানায়।
COMMENTS