
দেশে প্রিন্ট মিডিয়া বলতে দেশে প্রকাশিত সকল প্রকার সংবাদপত্র ও সাময়িকীকে বোঝানো হয়ে থাকে। সেই অনুয়ায়ী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ১১৮৭টি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি মালিকানায় পরিচালিত স্যাটেলাইট টিভি চ্যানেল হলো ৪৪ টি। এর মধ্যে সরকারি চ্যানেল ৩টি আর বেসরকারি ৪১টি টিভি। আর অনলাইন গনমাধ্যম ৭৫টি।’
অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে- বিডিনিউজ২৪ডটকম, বাংলামেইল২৪ডটকম, বাংলা নিউজ২৪ডটকমসহ ৭৫টি অনলাইন গণমাধ্যম।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইনটি অনুসরণ করা হয়ে থাকে। বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতি ১৯৯৮ অনুসরণ করে বেসরকারি টিভি চ্যানেলের অনাপত্তি প্রদান করা হয়। অনলাইন গণমাধ্যমের জন্য বর্তমানে কোন নীতিমালা নেই। অনলাইন গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’
মন্ত্রী আরো জানান, ঢাকা জেলা থেকে দৈনিক প্রকাশিত পত্রিকার সংখ্যা হচ্ছে ২৭৭টি। সাপ্তাহিক পত্রিকার সংখ্যা ১৮২টি। পাক্ষিক পত্রিকার সংখ্যা ৬২টি। মাসিক পত্রিকা ১০৩টি। দ্বি-মাসিক পত্রিকার সংখ্যা ২টি। ত্রৈমাসিক পত্রিকার সংখ্যা ৭টি। ষান্মাসিক পত্রিকা ১টি। বাৎসরিক পত্রিকার সংখ্যা ১টি।
COMMENTS