বাংলাদেশ থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে সার্কভুক্তদেশ মালদ্বীপ। আগামী সোমবার (৩১ মার্চ) থেকে ক্ষুদ্র দেশটির দূতাবাস বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ আদিল।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় একটি হোটেলে তাকে দেয়া বিদায় অনুষ্ঠানে আহমেদ আদিল এ তথ্য জানান।
তিনি জানান, অর্থনৈতিক সংকটের কারণে তাদের এ দূতাবাস বন্ধ করতে হচ্ছে। ৬ বছর আগে মালদ্বীপ ঢাকায় দূতাবাস চালু করেছিল।
তিনি বলেন, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪০ শতাংশ ব্যয় কমিয়ে আনছে। তার অংশ হিসেবে বিদেশে প্রথম দূতাবাস বন্ধ হলো ঢাকায়। আরও কয়েকটি দূতাবাস বন্ধ করা হবে।
আহমেদ আদিল বলেন, মালদ্বীপে ৮০ হাজার বাংলাদেশি কর্মকরত। ভবিষ্যতে কর্মী নিয়োগে ওয়ার্ক পারমিট ইস্যু করবে মালদ্বীপে অভিবাসন দফতার। এতে কোনো অসুবিধা হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, আর্থিক সংকট কেটে গেলে খুব শিগগিরই ঢাকায় মালদ্বীপের হাইকমিশন পুনরায় চালু করা হবে।
বাংলাদেশ-মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক প্রায় ৩৫ বছরের। ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর ২ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। প্রথমে ২ দেশের মধ্যে কলম্বোভিত্তিক অনাবাসিক কূটনৈতিক সম্পর্ক ছিল। পরে মালদ্বীপে বাংলাদেশের মিশন চালু হয় ১৯৮৮ এবং ঢাকায় ২০০৮ সালে।
COMMENTS