দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারি পাকিস্তান মহিলা দলকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
মঙ্গলবার কক্সবাজারের নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের নারীরা ৪৩ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এ দিন টস হেরে ব্যাট করে সালমা খাতুনরা। ৪৯.৩ ওভারে ১৫২ রান করে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রুমানা সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়াও সায়লা ২২, নুজহাত ২৬ রান করে করেন। পাকিস্তানের পক্ষে কানিতা জলিল ৩ উইকেট নেন। এছাড়াও নিদা দার নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লতা মন্ডল এবং জাহানারার বোলিং তোপে ৪৪.১ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান শিবির। দলের পক্ষে আসমাভিয়া ইকবাল ৪০ রান করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে লতা মন্ডল ৪টি জাহানারা ৩টি উইকেট নেন জাহানারা খাতুন। ফলে ৪৩ রানের সহজ জয় পায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৯.৩ ওভার ১৫২ (রুমানা ৪৪, তাসনিয়া ২৬, শায়লা ২২, ফারজানা ১০, লতা ১০, কানিতা ৩/২৬, নিদা ২/১৯, ইকবাল ১/১৯)
পাকিস্তান ৪৪.১ ওভার ১০৯ (ইকবাল ৪০, মারুফ ১৫, জাভেরিয়া ১২, লতা ৪/৩৫, জাহানারা ৩/২২, সালমা ২/১০)
COMMENTS