গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাজী আজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী মাল্টিমিডিয়া উৎসবের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলতাফ হোসেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মুজিবুর রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম হুমায়ূন কবীর ভুইয়া। উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলতাফ হোসেন।
ভাষা আন্দোলন , স্বাধিকার আন্দোলন, অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফট্ওয়্যার প্রদর্শন করা হয়। প্রদর্শিত মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফট্ওয়্যার ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উৎসব চলে কাজী আজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে। বেশ উৎসাহ - উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর ছাত্র-ছাত্রীসহ অসংখ্য দর্শকদের সমাগম হতে দেখা যায়। ছাত্র-ছাত্রীর আগত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করে।
মাল্টিমিডিয়া উৎসবে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফট্ওয়্যার ছাড়াও দেয়াল পত্রিকা প্রকাশনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল ছবি প্রদর্শিত হয়।
COMMENTS