গাজীপুরের নাওজোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, বুধবার রাত ৩টার দিকে নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিচয় জানাতে না পারলেও এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫। তার পরনে কালো প্যান্ট ও গেঞ্জি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
COMMENTS