দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। রবিবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
৯ মার্চ মনোয়নপত্র জমা দেয়ার দিন ৫০ প্রার্থী নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দেন। ১১ মার্চ যাচাই-বাছাই শেষে বিল খেলাপির দায়ে আওয়ামী লীগের সাবিয়া নাহার বেগম এবং জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরে রিটার্নিং কর্মকর্তা অবশিষ্ট ৪৮ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করেন। ১২ মার্চ মনোনয়নপত্র বাতিল হওয়া ২ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে ১৬ মার্চ শুনানি শেষে তাদের আবেদন খারিজ করে দেয় কমিশন।
নির্বাচিত সাংসদদের মধ্যে আওয়ামী লীগের ৩৮, ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১, জাতীয় পার্টির ৫ এবং স্বতন্ত্র জোটের ৩ রয়েছেন।
COMMENTS