অগ্রগতির মূলকথা- নারী পুরুষ সমতা”এই শ্লোগানে অদ্য গাজীপুরে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী দিবস’২০১৪ পালিত হয়েছে । এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি । এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান।
গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সচেতন নাগরিক কমিটি(সনাক)-টিআইবি, জাতীয় মহিলা সংস্থা, প্ল্যান বাংলাদেশ, বাঁচতে শেখা, পরশ এবং পিএসটিসির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নারীমেলা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে মাননীয় মন্ত্রি রাজবাড়ী মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে নারী মেলার উদ্বোধন করেন ।
এ উপলক্ষে স্থানীয় রাজবাড়ি মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জনাব নূরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল খালেক, অধ্যাপক মোঃ আয়েশ উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব দিলরুবা ফায়জিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানসহ প্রমূখ। বক্তারা নারীর স্বার্থ রক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে নারীবান্ধব সমাজ তথা রাষ্ট্র গঠনের দাবী জানান ।
তারা নারীর ন্যায্য অধিকার ও মর্যদা নিশ্চিত করার উদ্দেশ্যে নারী পুরুষ সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলের একযোগে কাজ করারও আহবান জানান । আলোচনা সভার শেষ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ নিবাচিত ছয় জন জয়িতাকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
COMMENTS