বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘চোরাগুপ্তা হামলা না করে বাপের বেটা হলে রাজপথে আসেন। আপনাদের যেখানে লোকবল বেশি সেখানে আপনাদের লোকজন হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামীলীগের কর্মীদের উপর হামলা করেছেন। আমরা যদি আপনাদের মতো আমাদের যেখানে লোকবল বেশি সেখানে শুরু করি তাহলে কী হবে সেটা ভেবে দেখেন।’
নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গনে ওই সংবর্ধনায় ৫০জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে সম্মাননা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা আবদুল হাইয়ের সভাপত্বিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সাজর্ন দুলাল চন্দ্র চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন প্রমুখ।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা যারা সরকারী চাকুরী করেন তাদেরকে বলছি সরকারে কথা শুনবেন না তখন চলে যান। আপনাদের সরকার যখন ক্ষমতায় আসবে তখন আসবেন।’
তিনি আরো বলেন, আমরা গাজী হয়ে ফিরেছি। রক্ত দিতে হয়েছে যে ভাষার জন্য সেই ভাষা দিবস এখন পাকিস্তানও পালন করে। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায় তাদের একটি বড় অস্ত্র সাম্প্রদায়িক দাঙ্গা।
নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ হলো আন্দোলনের সূতিকাগার। আওয়ামী লীগের জন্মের পর থেকে বৃহৎ ঢাকা জেলার হেড অফিস নারায়ণগঞ্জে ছিল। নারায়ণগঞ্জের অনেক নেতা নেতৃত্ব দিত। তাদের মধ্যে ছিলেন নাজিমউদ্দিন মাহমুদ, আলী আহাম্মদ চুনকা। এর আগে আওয়ামীলীগের নেতৃত্ব দিতেন খান সাহেব ওসমান আলী, শামসুজ্জোহার মতো বড় নেতারা ছিলেন। এক সময় নারায়ণগঞ্জে আওয়ামীলীগের তীব্র গতি ছিল। এখন তা ভাটা পড়েছে। আশা করি আগামী প্রজন্ম পুরাানো ঐতিহ্যে আবার ফিরে আসবে।
মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি ঘৃণা ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতি। মন্ত্রণালয় থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নতুন লিস্ট দেওয়া হচ্ছে। মনে হচ্ছে সরিষার মধ্যে ভূত থাকলে কি করা যায়। এটি সত্য যে অন্ধকারে পরে আলো আসবে আর ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করা হবে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, জানুয়ারি মাস থেকে ৫ হাজার টাকা পাবেন, ভিআইপি নাগরিক করা হবে, এক ডিজাইনের শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, মুক্তিযোদ্ধাদের কবর, ভবন করা হবে।
COMMENTS