গাজীপুরে শিল্প কারখানার বর্জ্য ফেলে তুরাগ নদের পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করার দায়ে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার, খাইলকুর ও কেবিবাজার এলাকার লো-নভোটেং প্রাইভেট লিমিটেডকে ২৫ লাখ, লুনা ফ্যাশন্স লিমিটেডকে ১৬ লাখ ও ইউনিক ওয়াশিং এন্ড ডাইং লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।
কারখানাগুলোর ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পার্শ্ববর্তী তুরাগ নদে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতির দায়ে এ জরিমানা করা হয়।
দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বৃহস্পিতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এর নেতৃত্বে ওইসব কারখানার মালিক-প্রতিনিধিকে ঢাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর তলব করে।
এসময় শুনানি গ্রহণ করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপর দিকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতিত এবং সনাতন পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলার হিজলাইন এলাকায় অবস্থিত মেসার্স গ্রামীণ ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক-প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
COMMENTS