গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠান কাজী আজিমউদ্দিন কলেজে বার্ষিক বনভোজন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানে কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করে। বনভোজনের কর্মসূচিতে প্রথম অংশ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক পরিদর্শন | বিভিন্ন প্রান্তের লোকালয় ও বনাঞ্চলে বিচরণকারী জন্তু জানোয়ার স্বচক্ষে দেখার স্বাদ আস্বাদন এক মজার পরিতৃপ্তি ও অভিজ্ঞতা অর্জন করেছে বনভোজনে অংশগ্রহণকারীরা।
ভাওয়াল জাতীয় উদ্যানে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলতাফ হোসেন ও বিভিন্ন বিষয়ের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় অনেক শিক্ষার্থীর অংশগ্রহণে কাজী আজিমউদ্দিন কলেজের বার্ষিক বনভোজন বিশেষভাবে মূল্যায়নের দাবিদার বলে মতামত প্রকাশ করা যায়।
COMMENTS