জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিন বাহিনীর প্রধান ও মন্ত্রিপরিষদের সদস্য রা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের শিশু ও মহিলা অধিদফতর আয়োজিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী প্রধান অতিথির ভাষণ দেবেন।
এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও গ্রন্থমেলার উদ্বোধন করবেন তিনি।
COMMENTS