সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি, সংবিধান পেয়েছি।
সোমবার গাজীপুরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাতির পিতা বিষয়টি সংবিধানসম্মত। তা মেনে নিতে কোনো পক্ষেরই আপত্তি থাকা উচিৎ নয়।
সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাহান, বেলায়েত হোসেন বাবু প্রমুখ।
এর আগে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এছাড়া স্থানীয় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শারীরিক কসরত প্রদর্শন হয়।
COMMENTS