আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও মেলা বসেছে।
‘অগ্রগতির মূল কথা নারী পুরুষ সমতা’ এ স্লোগানের মধ্য দিয়ে শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এম পি সিমিন হোসেন রিমি উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউর লস্কর মিঠু, আ্ওয়ামীলীগ নেতা আজগর রশিদ খান, আলমগীর হোসেন আকন্দ, রওশন আরা সরকার, কামরুন্নাহা রিনা, জেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার শাহনাজ আকতার, সাংবাদিক নূরুল আমীন সিকদার, শিক্ষক সাহাব উদ্দিন, ব্রাক কর্মকর্তা কামরুজ্জামান, মীর গোলাম মোস্তফা, সুফিয়া খাতুন, পল্লী নারী কল্যাণ সমিতির মোশারফ হোসেন, ফাতেমা খাতুন প্রমূখ। মেলায় জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বীর উজলী পল্লী নারী কল্যাণ সমিতি, চর দূর্লভ খাঁ ভাওয়ালী মহিলা কল্যাণ সমিতি ।
এ মেলায় বিভিন্ন স্টলে হাতের তৈরী সহ বিভিন্ন সামগ্রী প্রদর্শণ করানো হয়েছে।
COMMENTS