রোববার অনুষ্ঠিত ৪র্থ ধাপে কালিয়াকৈর উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম রাসেল মোটরসাইকেল মার্কায় ৫৫১৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন দোয়াত-কলম প্রতিকে ৫৩,৬৭৩ ভোট পেয়েছেন।
দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠান শেষে সোমবার ভোর ৩টার দিকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাসেলকে বিজয়ী ঘোষণা করেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামাত সমর্থিত প্রার্থী মোঃ হারুনুর রশিদ (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নার্গিস আক্তার (কলস) বিজয়ী হয়েছেন। তাদের এ বিজয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ অভিনন্দন জানিয়েছেন।
COMMENTS