গাজীপুর মহানগরের রথখোলা এলাকায় শনিবার দুপুরে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে এক ডিস লাইনম্যানের মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মিয়া (১৮) ময়মনসিংহের নান্দাইল থানার সিংরইল গ্রামের মোস্তফা মিয়া ওরফে মত্তু মিয়ার ছেলে। সে জেলা শহরের হাজীবাগ এলাকার নূরা মাতাব্বরের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়রা এবং আলিশান স্যাটেলাইটের ম্যানেজার মো: মানিক মিয়া জানান, আলিশান স্যাটেলাইটের লাইনম্যান বাচ্চু মিয়া দুপুর ১২ টার দিকে রথখোলা এলাকাস্থ বঙ্গতাজ পৌর অডিটোরিয়ামে ডিস লাইনের সংযোগ দিতে পাশ্ববর্তী জেলা পরিষদের মসজিদের ছাদ ওঠে। এক পর্যায়ে সে ডিস লাইনের তার দুই ভবনের মাঝখান দিয়ে যাওয়া বিদুতের (১১ হাজার ভোল্ট) তারের উপর দিয়ে ছুড়ে মারে। এ সময় বিদুতের তার ও ডিসের তারের সঙ্গে থাকা জিআই তারের স্পর্শ ঘটলে পাশ্ববর্তী ট্রান্সফরমারে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মারা যায়। বিদুৎ স্পৃষ্ট বাচ্চুর দেহের নিচের অংশ পুড়ে ঝলসে গেছে।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
COMMENTS