উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার গাজীপুরের শ্রীপুরে সংঘর্ষে জড়িয়ে পড়া আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকেরা সহিংসতায় জড়িয়ে পড়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়(ইসি)।
এছাড়া বরিশালের হিজলায় দলীয় সভার নামে নির্বাচনী সমাবেশ চলার খবর কমিশনে পৌঁছলে তা তাৎক্ষণিক বন্ধ করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ শান্তিপূর্ণ করতে হার্ডলাইনে যাচ্ছে ইসি। সেই ধারাবাহিকতায় ৪ উপজেলায় ৩ জনকে কারাদণ্ড দেওয়াসহ ১০ জনকে অনিয়মের কারণে ৮৯ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সন্ধ্যায় ইসি সূত্র জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ, ফেনীর দাগনভূইয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ ও কুমিল্লার বুড়িচং উপজেলায় আচরণবিধি ভঙ্গের আইনানুযায়ী এই সাজা দেওয়া হয়েছে। আগামি ১৫ই মার্চ ৮৩ উপজেলায় ভোটগ্রহণ হবে।
ইসির সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমানের তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, কালিগঞ্জের মো. আলতাফ হোসেনকে দাঙ্গা সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুইবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মো. নজির গাজীকে দাঙ্গা সৃষ্টির জন্য ও শেখ সালাউদ্দিনকে অবৈধ গাঁজা রাখার অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জামালগঞ্জে সুভাষপাল নামের এক ব্যক্তিকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
বুড়িচং এ সবচেয়ে বেশি আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার ও এটিএম মিজানুর রহমানকে ৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
এছাড়া ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল আলমকে ৫ হাজার, মো. জামাল উদ্দিনকে ৪ হাজার, মো. জসিমউদ্দিনেক ১৫ হাজার, মো. মতিউর রহমান খানকে ৪ হাজার ও মো. শাহ আলমকেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮ হাজার টাকা জরিমানা করেছে।
দাগনভূইয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এএসএস নুরুন নবী দুলালকে ২৫ হাজার টাকা ও মো. আলমগীরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
COMMENTS