রাজীব সরকার: শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার স্থগিত ঘোষনা করায় ১৯ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করার পর শ্রীপুর মুক্তমঞ্চে উপজেলা বিএনপি'র সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব। এসময় তিনি শ্রীপুরে গত দু'দিন শান্তিপূর্ন অবস্থায় ছিল। জনগন ভোট দিতে প্রস্তুত। আ'লীগ নিজেরাই অস্ত্রবাজি করে সহিংস ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রশাসন আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। স্থানীয় এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে বারবার শ্রীপুর বাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। জামানতের টাকা জমা দেওয়ার দিন বন্ধ করে দিয়েছে পৌর নির্বাচন। আমার এ নির্বাচনে ১৯ দলীয় প্রার্থী হিসেবে আমার বিজয় একশতভাগ নিশ্চিত জেনেই হঠাৎ করে তিন দিন পূর্বে নির্বাচন স্থগিতের ঘোষনা দেওয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করে অবিলম্বে শ্রীপুরের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার দাবী জানান।
বিএনপি'র প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমিন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, জেলা বিএনপি'র সহ-সভাপতি কবির সরকার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ প্রমূখ।
COMMENTS