নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, 'আজকের শিশুদেরকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাদেরকে সুশিক্ষায় এগিয়ে নিতে হলে স্বাধীন বাংলাদেশ কিভাবে জন্ম নিয়েছে সেই সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা গাজীপুর থেকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলাম। বুকের তাজা রক্ত ঢেলে দেশের স্বাধীনতা অর্জন করেছি। শিক্ষার্থীদের অন্তরে দেশপ্রেম জাগ্রত করতে হবে।'
রোববার সকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা এখন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করছি। এ সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে আমেরিকা, ফ্রান্স জাপানের সমপর্যায়ের রাষ্ট্রে উন্নীত করতে টার্গেট নিয়েছে।'
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সাবমেরিন ক্যাবলের কানেকশন বাংলাদেশকে বিনা পয়সায় দিতে চেয়েছিল। কিন্তু বেগম খালেদার সরকার, নিজামীদের সরকার সেটা হতে দেয় নাই।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সাবমেরিন ক্যাবলের কানেকশন বাংলাদেশকে বিনা পয়সায় দিতে চেয়েছিল। কিন্তু বেগম খালেদার সরকার, নিজামীদের সরকার সেটা হতে দেয় নাই।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, ডা. এম এ রশিদ প্রমুখ।
শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেন।
COMMENTS