গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা কাথোরা ২০নং ওয়ার্ডে রোববার সন্ধ্যায় ছেলের ক্রিকেট ব্যাটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
জানা যায়, কাথোরা গ্রামের সামছুল আলম প্রথম স্ত্রী থাকাবস্থায় ময়মনসিংহ জেলার নাছিমাকে দ্বিতীয় বিয়ে করে। এরপর তিন বছর অতিবাহিত হয়। রোববার সন্ধ্যায় দ্বীতিয় স্ত্রী নাছিমা (৪০) এর সঙ্গে প্রথম স্ত্রীর ছোট ছেলে শরিফ (২৭) এর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শরিফ ক্ষিপ্ত হয়ে তার সৎমায়ের মাথায় ব্যাট দিয়ে পর পর দু’টি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এ ব্যাপারে নাছিমার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আইনি ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছে। লাশ পরিবারের লোকজনের হাতে তুলে দিলে তারা ময়মসিংহ নিয়ে যায়।
COMMENTS