রেজাউল কবির রাজিবঃ সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা ও শ্রেণী ভিত্তিক মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. মোঃ আজমত উল্লা খান। গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, ঢাকা টোবাকো শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আবেদ আলী, অধ্যক্ষ জাহিদ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ নেতা জাহিদুল কবির আনোয়ার, মনির হোসেন সাগর, আব্দুর রহমান, কামরুল ইসলাম, কিরণ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS