শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনায় শটগানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদি গ্রামের মৃত ফয়জুদ্দীনের ছেলে শাহজাহান কামরুল (৪০) ও গাজীপুর সদর উপজেলার ভূরুলিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে মাসুম খান (৪৩)।
গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, “অভিযান চালিয়ে ওই দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১২টা থেকে ৩টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। অস্ত্রধারী অন্যান্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে সকালে শ্রীপুর থেকে আরও ১১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।
উল্লেখ্য গাজীপুরের শ্রীপুর বাজারে গত শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
COMMENTS