শুধু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নয় শ্রীপুর উপজেলা নির্বাচনে ১২৬ টি ভোট কেন্দ্রকেই গুরুত্ব দিয়ে ভোটগ্রহণ করা হবে বলে জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী।
তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, ভোটার, উপজেলা প্রশাসন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ছিল ১৫ মার্চ। অলিখিত একটি কারণে ঐ তারিখে ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছে। বর্তমানে উপজেলার সার্বিক আইন-শৃংখলা স্বাভাবিক হওয়ায় কমিশন ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আপনারা সাধারণ ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্ধারিত সময়ের (সকাল ৮ টা হতে বিকেল ৪ টা) মধ্যে আপনারা এবং আপনার পরিচিত জনদের সঙ্গে নিয়ে ভোট দেবেন। উপজেলার বেশ কিছু অঞ্চল আছে যেখানে বিদ্যুৎ নেই যার কারণেই সময় মত ভোট প্রয়োগ কার্যক্রম শেষ করবেন। তিনি আরো বলেন, কমিশনের কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী সমান। বিশেষ কোন দলকে কমিশন বাড়তি গুরুত্ব দেয়না। তিনি আরো বলেন, সকল ভোটারা বিনা বাধায় ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিতে পারবে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ভোটারই অতীতের মত ভোট কেন্দ্রে গিয়ে দেখবে না যে তার ভোট আগেই দেয়া হযে গেছে। এমন দিন আর নেই। প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা প্রত্যেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করবেননা। ভোটগ্রহণের দিন কোন প্রার্থীর কোন অভিযোগ থাকলে কমিশনের ৮৮ বিধি মোতাবেক তা বিকেল ৪ টার মধ্যে করবেন। কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আঃ মোতালেবের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, উপজেলায় মোট ১২৬ টি ভোট কেন্দ্রের মধ্যে আপনি ১২৫ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলেছেন। যা অবাস্তব কোন অভিযোগ করলে তা বাস্তব ও সঠিক ঘটনাকে কেন্দ্র করে করবেন। অযাচিত বা মিথ্যা বা অনুমান নির্ভর অভিযোগ করা থেকে বিরত থাকবেন। এমন কোন অভিযোগ বা বিভ্রান্তিকর কোন রিউমার্ক ছড়াবেন না যাতে সাধারণ ভোটারা বিপাকে পড়ে। ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দিন খন্দকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল আপনাকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আঃ জলিলের সমর্থকরা হুমকি দিয়েছে আজও হুমকী দিয়েছে এর উপযুক্ত স্বাক্ষী প্রমাণসহ কমিশনে অভিযোগ দাখিল করুন। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ নুরূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুশিশ সুপার আঃ বাতেন পিএিম, আঞ্চলিক নির্বাচন অফিসার মিহির সারওয়ার মোর্শেদ, উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার আজীজ হায়দার ভূইয়া ও জেলা নির্বাচন অফিসার মোঃ হাসানুজ্জামান।
মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ নুরূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুশিশ সুপার আঃ বাতেন পিএিম, আঞ্চলিক নির্বাচন অফিসার মিহির সারওয়ার মোর্শেদ, উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার আজীজ হায়দার ভূইয়া ও জেলা নির্বাচন অফিসার মোঃ হাসানুজ্জামান।
COMMENTS