“যক্ষা সেবা সবার তরে, পৌছে দেব ঘরে ঘরে” শ্লোগান নিয়ে বিশ্ব যক্ষা দিবস পালনের লক্ষ্যে শ্রীপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্দ্যোগে পৌর শহরে র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আফরোজা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসান ইমাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ব্র্যাকের ম্যানেজার নিজাম উদ্দিন, ডা: জাহাঙ্গীর আলম প্রমুখ।
COMMENTS