শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজকে অবশেষে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ওই প্রার্থীকে তার কার্যালয়ে ডেকে নিয়ে ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে আওয়ামী লীগের প্রার্থী আঃ জলিলকে সমর্থন জানিয়ে তার পক্ষে নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তবে মটর সাইকেল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী বলে দাবীদার ইকবাল হোসেন সবুজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে ফিরে রবিবার রাতেই ইকবাল হোসেন সবুজ গাজীপুর সদরে তার বাসায় নির্বাচন পরিচালক নেতা-কর্মীদের নিয়ে দফায় দফায় মিটিং করেছেন। সোমবারের মধ্যে তিনি এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানান তাঁর নির্বাচন পরিচালকরা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লা রোববার দুপুড়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে রাতে তিনি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সবুজকে নির্বাচন থেকে সরে আওয়ামী লীগ সমর্থীত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করতে ২৪ মার্চ সোমবার চিঠি পাঠানো হবে।
স্থানীয় সংসদ অ্যাডভোকেট রহমত আলী বলেন, তৃনমূলের ভোটে নির্বাচিত হয়ে আব্দুল জলিল আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী হন। পরে ১০ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা নির্বাচনে একক ভাবে আঃ জলিলকে সমর্থন দেয়। তিনি আরো বলেন, দলীয় সভাপতির নির্দেশ অমান্য করার কোন সুযোগ নেই।
রোববার বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত ইকবাল হোসেন সবুজের সাথে বহুবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
COMMENTS