“শ্রীপুরে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ : ৬ মহিলা গ্রেফতার” শিরোনামে গাজীপুর অনলাইন-এ সংবাদ প্রকাশের পর পুলিশ ১৭ মার্চ সোমবার থানা হাজত থেকে ৬ বৃদ্ধাকে ছেড়ে দিয়েছে।
শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তারা নিজ গৃহে আতংকগ্রস্থ অবস্থায় আছেন। তারা হলেন, হোসেন আলীর স্ত্রী তাছলিমা (৪২),নূর মোহাম্মদের স্ত্রী রোকেয়া(৪৫), আব্দুস সাত্তারের স্ত্রী খোদেজা(৫০), হাবিজ উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন(৩৮), আঃ ছামাদের স্ত্রী রোজিনা(৫০) ও কালামের স্ত্রী রহিমা(৩৫)।
উল্লেখ্য ১৬ মার্চ দুপুরে পুলিশ কোন অভিযোগ ছাড়াই বরমী ইউনিয়নের বরমা নামাপাড়া এলাকায় অবস্থিত ডেলকট এনভায়ারমেন্ট সেন্ট্রাল সার্ভিস লিঃ এর পক্ষে জমি জবর দখল করতে গিয়ে ওই বৃদ্ধাদের আটক করে থানা হাজতে রেখে নির্যাতন চালায় বলে বৃদ্ধারা জানায়।
উল্লেখ্য ১৬ মার্চ দুপুরে পুলিশ কোন অভিযোগ ছাড়াই বরমী ইউনিয়নের বরমা নামাপাড়া এলাকায় অবস্থিত ডেলকট এনভায়ারমেন্ট সেন্ট্রাল সার্ভিস লিঃ এর পক্ষে জমি জবর দখল করতে গিয়ে ওই বৃদ্ধাদের আটক করে থানা হাজতে রেখে নির্যাতন চালায় বলে বৃদ্ধারা জানায়।
COMMENTS