অবশেষে নির্বাচন কমিশন ৩১ মার্চ সোমবার স্থগিত হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ পুন: নির্ধারণ করেছে।
নির্বাচনী তপসিল অনুযায়ী চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় পর্যায়ে ১৫ মার্চ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ৮ মার্চ আওয়ামী লীগের বিবাদমান দুই চোরম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ছাত্র লীগ নেতা নিহত হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেন।
নির্বাচনী সহিংসতায় শ্রীপুর থানায় তিনটি মামলায় ৫ শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণা মুখ থুবড়ে পড়ে। উপজেলার সর্বত্রই ঘুরে ফিরে দেখা গেছে, ছেড়া ফাড়া পোস্টার ঝুলছে।
এদিকে নির্বাচনের তারিখ পুনরায় ঘোষিত হওয়ার সাথে সাথে ১৯ দল সমর্থিত প্রার্থী আব্দুল মোতালেব ও আওয়ামীলীগ প্রার্থী আব্দুল জলিল জোরেসোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
পুণরায় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় ভোটারদের মধ্যে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। শ্রীপুরের সংসদ সদস্য এড. মো: রহমত আলী নির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারদের শান্তিপুর্ণ পরিবেশে ধৈর্য্য ও সাহিসকতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন।
এদিকে ১৯ দল সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব নির্বাচনের তারিখ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেণ। আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বিএ এটাকে তৃণমূল নেতা-কর্মীদের বিজয় বলে আখ্যা দেন।
COMMENTS