শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্নাতক শ্রেণীর ছাত্র আল আমীন শেখ (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই কলেজের ছাত্র-ছাত্রীরা।
বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টায় ওই কলেজের সামনে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শ্রীপুরের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো: সেলিম মোল্লা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জিকু প্রমূখ।
বক্তারা আল আমীন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও অধ্যক্ষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় তারা রাজপথে আন্দোলনের হুমকি দেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী আল আমীন নিহত এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দকে জ্বালাও পোড়াও মামলায় জড়ানো হয়। আগামী ৩১ মার্চ ওই উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে।
COMMENTS