শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনের ১৭ মার্চ সোমবার সকালে একটি বর্নাঢ্য র্যালী শ্রীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূইয়ার নেতৃত্বে র্যালী হয়। দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসার ফখরুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এড. সামসুল আলম প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রমূখ।
এসময় শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
COMMENTS