শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত ঘোষণার অঙ্গীকার করে প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় এনজিও ঢাকা আহছানিয়া মিশনের উদ্দোগে শিশুরা স্থাপন করল এক উজ্জল দৃষ্টান্ত।
২৪ মার্চ সোমবার দুপুরে ত্রীমোহনী বিডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা বিদ্যালয় মিলনায়তন মঞ্চে এক কাল্পনিক সংসদ অধিবেশনের আয়োজন করে। তারা সংসদ অধিবেশন ডেকে উক্ত ইউনিয়নে শিশু বিবাহ প্রতিরোধ আইন ২০১৪ পাশ করেছে।
অধিবেশনে ছাত্র-ছাত্রীরা নিজেরাই নিজেদের মধ্যে থেকে স্পীকার, সরকারী দলের সদস্য এবং বিরোধী দলের সদস্য নির্বাচন করে অধিবেশনের আয়োজন করে। সরকারী দলে প্রধান মন্ত্রী, আইন মন্ত্রী, সংসদীয় দলের সদস্য এবং বিরোধী দলে বিরোধী দলীয় নেত্রী, চীপ হুইপ্ এবং দলীয় সদস্য।
অধিবেশনের শুরুতে আইন মন্ত্রী শিশু বিবাহ প্রতিরোধ আইন - ২০১৪ উত্থাপন করে, এর পক্ষে-বিপক্ষে যুক্তি তর্ক উত্থাপিত হয়। বিরোধী দল আইনের পাশাপাশি জনগনের অংশগ্রহণ এবং সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণের গুরুত্ব আরোপ করেন। পরিশেষে, উভয় পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে আইনটি পাশ হয়।
সংসদীয় অধিবেশনে উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মহিলা সদস্য পারভীন আক্তার নিশি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহ:প্রধান শিক্ষক আল আমিন ও ঢাকা আহছানিয়া মিশনের ইউ এফ আতাউর রহমান সহ উক্ত বিদ্যালয়ের ৪শ ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
COMMENTS