শ্রীপুর থানা পুলিশ ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি’র ৪ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার কপাটিয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন (২৮), চকপাড়া গ্রামের জমশেদের পুত্র ইসরাফিল (৩৫), বরমী গ্রামের মৃত ইসমাইলের পুত্র আসাদুজ্জামান(৪৫) ও কেওয়া গ্রামের জমসের আলীর পুত্র নুর মোহাম্মদ(৫০)।
শ্রীপুর থানার এসআই জুবাইদুল হক বৃহষ্পতিবার গভীর রাতে তাদের আটক করে। শ্রীপুর থানার ওসি আমীর হোসেন জানান,উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮ মার্চ আওয়ামীলীগের বিবাদমান দুই চেয়াম্যান প্রার্থী আব্দুল জলিল ও ইকবাল হোসেন সবুজ সমর্থীত নেতা-তর্মীদের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।
৩১ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাচনে ১৯ দল সমর্থীত কাপ-চিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব জানান,গ্রেফতাকৃত ৪ জনই তার নির্বাচনী এজেন্ট ও কর্মী। নির্বাচনের পূর্ব মূহুর্তে উপজেলা বিভিন্ন এলাকার নির্বাচনী এজেন্ট ও কর্মীদের পুলিশ উদ্দেশ্যমূলক ভাবে গ্রেফতার করে তার পক্ষের নেতা-কর্মীদের মাঝে ভিতীকর অবস্থার সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।
COMMENTS