শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী মাজেদা বেগম (৩৫) আত্মহত্যা করেছে। ১৬ মার্চ রোববার রাতে উত্তরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী মাজেদা তার স্বামীর কাছে গলার স্বর্নের চেইনের আবদার করে। স্বামী চেইন দিতে অস্বীকৃতি জানালে অভিমানী স্ত্রী ৫ মার্চ তার নিজ বাড়িতে বিষপান করে। পরে তার ছেলে মাহমুদুল হাসান আহত অবস্হায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে। পরে অবস্হার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্হায় উত্তরার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। পরে অবস্হার উন্নতি হলে মাজেদাকে ১১ মার্চ সুস্হ অবস্হায় বাড়ীতে নিয়ে আসা হয়।
দুই দিন পর অসুস্হতাবোধ করলে পুনরায় তাকে উত্তরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৬ মার্চ রোববার গভীর রাতে তিনি মারা যান।
COMMENTS