গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল মিলনায়তনে আন্তর্জাতিক শ্রবণ ও কান পরিচর্যা দিবস উপলক্ষে রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'কানের সঠিক যত্নই শ্রবণ ক্ষমতা হ্রাস প্রতিরোধ করতে পারে'- এ স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
বস্নাইড অ্যাডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) আয়োজনে অনুষ্ঠিত সভায় গাজীপর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কবির আল আসাদের সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবিএম সিদ্দিকুর রহমান, পশু সম্পদ কর্মকর্তা সোহরাব হোসেন, সিডিআরপি কর্মকর্তা কামরুনাহার প্রিয়া, মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম, আবুল ফয়েজ, জাহান আরা বেগম, দিলরুবা বেগম, নিরুজা বেগম, আবুল হোসেন প্রমুখ।
COMMENTS