বিনোদন ডেস্ক: এবার সানিকে ভারত ছাড়ার হুমকি দিয়েছে ভারতীয় হিন্দু জনজাগৃতি সমিতি। সানির রাগিনী এমএমএস টু ছবিটি মুক্তি পেতেই এমন বিপাকে পড়লেন সানি লিওন। শুধু ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেনি সংগঠনটি। সানিকে দেশ থেকে বিতাড়িত করতেও উঠে পড়ে লেগেছে তারা।
ছবিতে হনুমান চলিসার ব্যবহার নিয়ে সেন্সর বোর্ডকে লিখিত চিঠিতে হিন্দু সংগঠনটি বলেছে, শ্রী হনুমান এমন একজন যার নিজের অঙ্গ, চরিত্রের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যার সঙ্গে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে, সেই হনুমানজীর নাম নিয়ে ভারতীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই হিন্দু জনজাগৃতি সমিতি তাই ছবির ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে।
সানি ভারতের নতুন প্রজন্মের রুচিকে বিকৃত করছে বলে তারা দাবি করেন এবং অবিলম্বে তাকে ভারত থেকে বিতাড়িত করা উচিত বলে তারা জানিয়েছেন।
COMMENTS