নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সুরমা হোটেলে মরা মুরগি বিক্রির দায়ে শ্বশুর-জামাইকে কারা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ৮টার দিকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার হাসান আলীর ছেলে কাশেম আলী (৫০) ও তার জামাই নওগাঁ জেলার রানীনগর এলাকার আবু রেজা (২৮)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে জনৈক মারুফ মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার সুরমা হোটেলে মুরগির গ্রিল খাওয়ার সময় পচা গন্ধ পান এবং বমি করে দেন। এ নিয়ে হোটেলে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ৭টি মরা ও পচা মুরগি জব্দ করে। এ সময় হোটেল ব্যবসায়ী কাশেম আলী ও আবু রেজাকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন তাদের তিন মাসের কারাদণ্ড সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
COMMENTS