টঙ্গী মডেল থানার কেরাণীটেক এলাকার একটি বস্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক নারীকে গ্রেপ্তার করছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, টঙ্গীর ওই বস্তির মৃত রহম আলীর স্ত্রী মোসা: নূরজাহান(৪৮)।
এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, নুরজাহান ও তার ছেলে নুরুল আলম ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে। ওই দিন বিকেলে ৫টার দিকে গাপন সংবাদের ভিত্তিতে কেরাণীটেক এলাকার ওই বস্তিতে অভিযান চালিয়ে নূরজাহানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ঘর থেকে ১২ কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে খবর পেয়ে তার ছেলে নূরুল আলম ওরফে দুদু পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS