টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সনজিত কুমার।
এসময় পুলিশ বস্তির বিভিন্ন খুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশীয় মদ, ইয়াবা টেবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে। ঘরে মাদকদ্রব্য রাখার দায়ে রোকেয়া (৪০), হানিফ মিয়া (৪০), রনি (২৭), শামীম (২৪), মনির (২৮), নয়ন মিয়া (২২) ও নুর মোহাম্মদ (৩৫) নামের ৭ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে।
টঙ্গী থানায় মাদক আইনে মামলা শেষে গ্রেফতারকৃতদের বুধবার গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
COMMENTS