টঙ্গী ফকির মার্কেট এলাকার পাগাড় ঈদগাঁ মার্কেটে মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির পর ভাংচুর ও লুটপাট চালিয়ে বিভিন্ন দোকান থেকে নগদ ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ছোড়া ককটেলের আঘাতে ২০ জন আহত হয়।
আহতরা হলেন নুরুনবী (২৬), রহিম (৩০), সাগর (১৮), বাবু (২১), হেলাল (৩২), সম্রাট (৩০), ছাত্তার (৩০), আকবর আলী (৩৫) বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০ টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী পাগার ঈদগাঁ মার্কেটের কয়েকটি দোকানে হানা দেয়। মার্কেটের সম্রাট টেলিকম, মায়ের দোয়া হোটেল, ফাস্টইস্ট ফার্মেসী, নাদির স্টোর, ঝুমুর স্টোর, সিমু স্টোর, কণিকা লাইব্রেরী, এস.এম হোটেল, ৩ টি ফার্নিচারের দোকান, আলবারাক জুয়েলার্স ও বর্ণি জুয়েলার্সে ব্যাপক লুটপাট চালায়।
সন্ত্রাসীরা স্বর্ণালঙ্কারসহ নগদ ৭ লাখ টাকা লুটে নেয়। এসময় ব্যবসায়ীরা হামলাকারীদের আটকের চেষ্টা করলে তারা ২০-২৫ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এক পর্যায়ে তারা গুলিবর্ষণও করে। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মাকের্ট এলাকা। আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও পথচারীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন।
এব্যাপারে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেওয়া হলে মামলা নেয়া হবে। তবে বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করছেন।’
COMMENTS