স্টাফ রিপোর্টারঃ টঙ্গীতে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের ধরিয়ে দেওয়ার জের ধরে থানার এক সোর্সের দুই হাত কেটে নিয়ে হত্যা করল অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত যুবকের নাম নজির (৩২)। নিহত নজির টঙ্গীর এলশাদনগর (বাস্তহারা) এক নম্বর ব্লকের মৃত গোলাপ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় বসবাস করে আসছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের লাশের শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গতকাল বুধবার রাত নয়টার দিকে টঙ্গীর আউচপাড়া মোল্লাবাজার সুরুজ মোল্লাবাড়ী সামনে একটি পরিত্যক্ত স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই যুবকেক হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এসময় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত নজির থানার সোর্স হিসেবে কাজ করত। তার তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের সন্ধান পাওয়া যায়। তথ্য অনুযায়ী কয়েকজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীর সদস্যদের কেউ তাকে হত্যা করতে পারে।
COMMENTS