দেশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যোগোপযোগী ট্রাফিক আইন সংস্কারসহ যানবাহন চালক ও জনসচেতনতা বিষয়ে সার্বিক সুপারিশমালা সরকারের নিকট তুলে ধরার লক্ষ্যে বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাক ‘সড়ক নিরাপত্তায় গণমাধ্যম’ বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সড়ক নিরাপত্তা কর্মসূচী ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সিরাজ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক নিরাপত্তায় গনমানুষ ও সরকারি বেসরকারি সংস্থার করণীয় বিভিন্ন দিক নিয়ে ব্র্যাকের উদ্যোগে জনমানুষের সুপারিশমালা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাক প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোঃ সূবর্ন দাউদ তোহা, ম্যানেজার মসিউর রহমান।
সড়ক নিরাপত্তায় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন-সাংবাদিক এম, এ কাশেম রানা, নূরুল ইসলাম, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, মহিউদ্দিন সরকার, হেদায়েত উল্লাহ, আজিজুল হক, শাহজাহান শোভন, সৈয়দ আলমগীর হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় ভিডিও চিত্র ও ফোল্ডারের মাধ্যমে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের ও যানবাহনের বিভিন্ন ক্ষয়ক্ষতির বিষয় উপস্থাপন করা হয়।
COMMENTS