পলাশ প্রধানঃ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের মরকুন কবরস্থান জামে মসজিদের গতকাল শুক্রবার ফলক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান।
বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম শাহানশাহ্ আলম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মজিবুর রহমান কাজল, টঙ্গী অঞ্চলের প্রধান নির্বাহী কবির আল আসাদ, সহকারী নির্বাহী এ বি এম সিদ্দিকুর রহমান, রেহাজ উদ্দিন, জামাল হোসেন, আরিফ হোসেন হাওলাদার, গাজী সালাহ উদ্দিন, নূর-ই-মোস্তাফা খান, মো. সেলিম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মেয়র অধ্যাপক এম এ মান্নান তার বক্তব্যে বলেন, সাত একর ৩৩ শতাংশ জায়গার ওপর মরকুন কবরস্থান ও মসজিদ অবস্থিত। এ কবরস্থান ও মসজিদে টঙ্গী পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান হাসান উদ্দিন সরকারসহ যেসব চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন তাদের সবারই উন্নয়নের ছোঁয়া রয়েছে।
সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে উন্নয়নের কাজ করেছেন এবং ৩০ লাখ টাকা এলাকাবাসীর নিজ উদ্যোগে উন্নয়নের কাজ করা হয়েছে।
অধ্যাপক এম এ মান্নান পুরো কবরস্থান মসজিদ ঘুরে দেখেন এবং আগামী অর্থবছরে সিটি করপোরেশনের অর্থায়নে মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলার উন্নীতকরণের কাজ করবেন বলে আশ্বাস দেন।
COMMENTS