টঙ্গী অঞ্চলের হারবাইদ সুকন্দিরবাগ এলাকা থেকে রোববার হাত পা বাঁধা এক অজ্ঞাত তরুণী (১৮) লাশ উদ্ধার করেছে পুবাইল ফাঁড়ি পুলিশ। নিহত তরুণীর পরনে গোলাপী রংয়ের সালোয়ার কামিজ ছিল।
পুলিশ জানায়, রোববার সকালে টঙ্গী-পুবাইল সড়কের শহীদ আহসান উলাহ মাস্টার সেতুর উত্তর পাশের ধান ক্ষেতে হাত পা বাধা ওই তরুণীর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুবাইল ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ নিহত তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।’
COMMENTS