পলাশ প্রধানঃ শিল্পনগরীর টঙ্গীতে আজ বুধবার ধারালো অস্ত্রসহ তিন ডাকাতদলের সদস্য গ্রেফতার করেন টঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে টঙ্গীর শিং বাড়ীর মোড় থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। ১০/১২ জন ডাকাতাদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতিকালে স্কুল ব্যাগ ধারালো অস্ত্রসহ টঙ্গী মডেল থানা পুলিশ টহলরত অবস্থায় দাওয়া দিলে তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- তারা মিয়া (৩১), কুমিল্লা জেলা মেঘনা থানা বাড়াই গ্রামের মৃত আ: করিমে ছেলে, মো. মনসুর (২৫), কুমিল্লা জেলা মেঘনা থানা বার হাজারী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ও মো. মকবুল (২৪), গাজীপুর জেলা টঙ্গী থানা নতুন বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে।
এদিকে, টঙ্গী মডেল থানা পুলিশ টহলরত অবস্থায় সাতাঈশ এলাকায় সন্দহ মূলক ভাবে জুবায়ের (২৪) নামে একজনকে আটক করলে তার কাছ থেকে ২টি ইয়াবাসহ তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে টঙ্গীর শিং বাড়ীর মোড় এলাকায় একদল ডাকাত ডাকতির প্রস্তুতি নিচ্ছেল জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, একটি হাতুরি, দুটি চাপাতি, দুটি চাকু, দুটি সাপল, দুটি প্লাসসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে।
COMMENTS