রেজাউল কবির রাজিবঃ টঙ্গীর হায়দরাবাদ সলিম সরকার মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আলহাজ্ব মোঃ আবু সাঈদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ফাইজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ মন্নু ফাইন কটন মিলের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম, গাজীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার, মোঃ সোলাইমান সরকার, সলিম সরকার মডেল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাউসার আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি রহমান দিপু, মশিউর রহমান, রাবেয়া আক্তার, সাবিনা আক্তার, মুক্তা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS