টঙ্গীর মিলগেইট এলাকায় অলেম্পিয়া মার্কেটে সোমবার রাতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা ঝুট, তুলা, বোতামসহ বিভিন্ন গার্মেন্টস আইটেমের দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। তবে ক্রমশ আগুনের লেলিহান বৃদ্ধি পাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট বর্তমানে কাজ করে যাচ্ছেন।
COMMENTS