শনিবার বিকাল ৫টায় দত্তপাড়া এলাকা থেকে আদনান হোসেন আপন (৭) নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। উদ্ধারের পর গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টায় স্কুল ছাত্র আপনকে দুর্বৃত্তরা দত্তপাড়া এলাকা থেকে তুলে নিয়ে হত্যার পর বস্তাবন্দি করে ওই এলাকায় একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখে।
নিহতের পিতা আমিনুল ইসলাম পিন্টু জানায়, শুক্রবার সন্ধ্যায় জহির মার্কেট মনিরের বাড়ির ভাড়া বাসা থেকে সন্ধ্যা ৭টায় ঘর থেকে বাইরে বের হয়। পরে সে আর ঘরে ফিরে যায়নি। সেদিন সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুজির পর শুক্রবার রাতেই টঙ্গী থানায় একটি সাধারণ জিডি করা হয়। জিডি নং-১০৯৪/১৪।
নিহত আপন টঙ্গীর দত্তপাড়া ধুমকেতু পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
COMMENTS