টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোড এলাকার ফ্রেন্ডস সিকিউরিটি ইসলামী মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় সমিতি গ্রাহকদের প্রায় ২শ’ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রাহকরা শুক্রবার বেলা এগারটায় টঙ্গীর গাজীপুরা এলাকায় বিক্ষোভ প্রদর্শণ করে।
বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বরিশালের আলাউদ্দিন সিদ্দিকী ও তার ভাই চেয়ারম্যান মহিউদ্দিন সিদ্দিকী, হিসাবরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলমকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলের বাস ভবনে যায়। পরে এমপি ভুক্তভোগীদের টাকা উদ্ধার করার আইনী সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বিদায় দেয়। মামলা হওয়ার এক মাস পার হলেও মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী মিজান মিয়া, রুনাসহ কয়েকজন গ্রাহক সূত্রে জানা যায়, টঙ্গীর গাজীপুরা এলাকার সাতাইশ রোডে ফ্রেন্ডস সিকিউরিটি ইসলামী মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় সমিতি টঙ্গী, গাজীপুর, উত্তরা, ভালুকার কয়েক হাজার গ্রাহকদের প্রায় ২’শ কোটি টাকা আত্মসাত করে মালিকপক্ষ গা-ঢাকা দেয়। এঘটনায় গ্রাহক মো. মমিনুর রহমান টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন সিদ্দিকী ও তার ভাই চেয়ারম্যান মহিউদ্দিন সিদ্দিকী, হিসাবরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, পরিচালক জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। বর্তমানে গ্রাহকরা তাদের টাকা উদ্ধারে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে ধর্ণা দিচ্ছেন।
রোবিনা নামে এক গ্রাহক জানান, ‘গার্মেন্টে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা যোগাড় করে ফ্রেন্ডস সিকিউরিটি ইসলামী মাল্টি পারপাস কো-অপারেটিভ লিমিটেডে মাসিক সঞ্চয় ও এককালীন জমা হিসাবে বিভিন্ন মেয়াদে টাকা রাখি। কর্তৃপক্ষ অনেক গ্রাহকের জমাকৃত টাকা ২৮ ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী উল্লেখিত প্রতারকরা গত ১৯ ফেব্রুয়ারি অফিস গুটিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। আমরা আমাদের টাকা ফেরত চাই।’
এব্যাপারে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন প্রতারকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
COMMENTS