পলাশ প্রধানঃ গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী নতুন বাজার এলাকার ৬ জন মাদকসেবী যুবক প্রতিদিনের মতো মাদকসেবন করতে নিজেদের হাতে তৈরি করা নকল মাদক সেবন করতে গিয়ে গুরুতর আহত হয়।
এলাকার লোকজন টের পেয়ে দমকল বাহিনীকে নিয়ে উদ্ধার কাজ চালায়। আহতরা হলেন, কামরুল (২৬), রবিউল হক (২৮), কালাম সিকদার (২৯), হামিদ (৩০), জনি (২৬) ও আবুবক্কর সিদ্দিক (৩৫)।
এলাকাবাসীরা জানান, রফিক নতুন বাজারের ব্যাংকের মাঠ বস্তিতে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছে। মাদক ব্যবসায়ী রফিক নয়ন নদী নামে একটি কনফেকশনারী দোকান চালায় তার ভাগিনা মো. সাজ্জাদ (১৬) কে দিয়ে। সারাদিন ভাগিনা দোকান চালায় আর মামা রফিক গোপনে মাদক ব্যবসা করে যাচ্ছে দেদারছে। নাম মাত্র কনফেকশনারী দোকান অন্তরালে চালায় মাদক ব্যবসা।
এবিষয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে এলাকায় ফেন্সিডিল নাই, তাই এলাকায় নিজেরাই তৈরি করা হচ্ছে। একটু নিম্ন মানে হওয়ায় সকালে ৬জনের আহতের খবর পাই। সাংবাদিক ভাই নিউজ করে কোন লাভ নাই। কারন থানা পুলিশকে ম্যানেজ করে এ ব্যবসা দীর্ঘ দিন ধরে করে আসছি।
প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, এলাকায় রফিক অনেক দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। পাশাপাশি ব্যবসা করে আমরাও বিপদে আছি। যে কোন সময় আমরাও অপমান হই।
COMMENTS