পলাশ প্রধানঃ অবশেষে দালাল চক্রের হাত থেকে মুক্তি পেল টঙ্গী ২৫০ শয্যার সরকারি হাসপাতাল। গত ৪মার্চ মঙ্গলবার গাজীপুর অনলাইনে “টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা দালাল চক্রের হাতে জিম্মি!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনসহ হাসপাতাল কর্তৃপক্ষের।
গতকাল সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও রোগীদের হয়রানী দৃশ্য চোখে পড়েনি। সংশ্লিষ্ট সূত্রেগুলো জানিয়েছে, দালাল চক্র গা-ঢাকা দিয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের দৃশ্যও পাল্টে গেছে। সকাল থেকেই দালালমুক্ত সরকারি হাসপাতালটি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই এ হাসপাতালে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের দেখামাত্রই দালালরা চায়ের দোকান থেকে উঠে দিয়ে রোগীদের পিছনে ছোটাছুটি করে। এসব দালালদের মধ্যে অন্যতম দালালরা হলো, মিরাজ শেখ(৩৫) টঙ্গী ঢাকা কিংস্ হাসপাতাল, মো. আরিফ(২২) উত্তরা রিজেন্ট হাসপাতাল, বাশার (৩২) উত্তরা পেশেন্ট কেয়ার হাসপাতাল, মিনহাজ উদ্দিন(৩৫) উত্তরা পেশেন্ট কেয়ার হাসপাতাল, বিল্লাল(৩৫) উত্তরা সেন্ট্রারাল হাসপাতাল, মো. হুমায়ুন(৩৮) উত্তরা রিজেন্ট হাসপাতাল, জীবন (৩০) উত্তরা রিজেন্ট হাসপাতাল, আনসার(৪০) উত্তরা সেন্ট্রাল হাসপাতাল, বাবু(৩৫) উত্তরা সেন্ট্রাল হাসপাতাল, আক্কাস(৪২) উত্তরা কেয়ার পয়েন্ট হাসপাতাল, সিরাজুল ইসলাম(২৭) উত্তরা শিং শিং জাপান হাসপাতাল, আনোয়ার (২৫) উত্তরা কেয়ার পয়েন্ট হাসপাতাল, মেহেদী (২৩) উত্তরা পেশেন্ট কেয়ার হাসপাতাল, রফিক (৩৫) উত্তরা ফরচুন হাসপাতাল, শাহানাজ আক্তার (৩০) টঙ্গী আল-বারাকা জেনারেল হাসপাতাল ও আকলীমা (৩০)।
এদিকে ওয়ার্ডগুলোও গতকাল ছিল দালাল শূণ্য। চিকিৎসাধীন কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই তাদের চিকিৎসা সেবার মান ও খাবার পরিবেশন বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এব্যাপারে গাজীপুর জেলা সিভিল সাজর্ন ডাঃ শাহ্ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি গাজীপুর অনলাইনকে বলেন, রিপোর্ট প্রকাশের খবর শুনে তিনি টঙ্গী সরকারি হাসপাতালের আরএমওকে নির্দেশ দিয়েছেন দালালরা যেন হাসপাতালে প্রবেশ করতে না পারেন। এবং প্রতিটি ওয়ার্ডের দরজায় নোটিশ বোর্ড লাগানো হয়েছে যে, দালাল চক্রের হাত হতে সাবধান। তিনি আরো জানান, তিনি নিজেও দালাল চক্রের হাতে জিম্মি। দালালদের একাধিকবার অপমান করার পরও তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করে চিকিৎসক ও রোগীদের বিভ্রান্ত করছে।
তিনি এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নিবেন।
COMMENTS